স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত পর্যায়ের খেলা উদ্বোধন হয়েছে। শনিবার সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার মোট ০৮টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শেরপুর সদর উপজেলার বাঘাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জামালপুরের সরিষাবাড়ীর ১০নং শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল অংশগ্রহণ করে। খেলায় শেরপুর দল ১-০ গোলে জয়লাভ করে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানসহ জেলা উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাধারণ দর্শকগণ উপস্থিত ছিলেন।