শেরপুর প্রতিনিধি : দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক কালবেলা হাঁটি হাঁটি পা পা করে আজ নবযাত্রার ২য় বর্ষে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে কালবেলা আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

শেরপুরে সোমবার সকালে শেরপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি ইউসুফ আলী রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর খান এটম ও এনটিভির সিনিয়র রিপোর্টার ও কলামিস্ট কাকন রেজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জল।

এসময় বক্তারা নিরপেক্ষতা ধরে রেখে খবর প্রকাশের জন্য কালবেলা প্রকাশক ও সম্পাদকের ভুয়সী প্রশংসা করেন। এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষে ও ধর্মনিরপেক্ষতা ধরে রেখে এগিয়ে চলার আহ্বান জানান।