বিনোদন ডেস্ক : অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী।

আজ (৩ নভেম্বর)মঙ্গলবার ঢালিউডের নন্দিত এ অভিনেত্রীর জন্মদিন। এবারে তিনি পা রাখলেন ৫০ এ।

দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন তিনি; এখনও আলো ছড়িয়ে যাচ্ছেন রুপালি পর্দায়। ১৯৯৪ সালে সালমান শাহের নায়িকা হিসেবে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই বাজিমাত করেন।

জন্মদিনের সূচনা লগ্নেই তিনি তার অসংখ্য ভক্ত-দর্শকের সঙ্গে অনলাইনে কেক কেটেছেন। একই সময় তিনি তার পরিবার এবং খুউব কাছের কিছু প্রিয় মানুষের সঙ্গেও কেক কেটেছেন। তবে এবারের জন্মদিনে মৌসুমীর স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন ও ফাইজা কাছে থাকলেও তার মা কাছে নেই। তাই অনেক আনন্দের মাঝে মায়ের জন্যও মন খারাপ তার।

মৌসুমীর পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ১৯৭৩ সালে আজকের দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা সেই ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালে। এরপর ওমর সানী, ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, জাহিদ হাসান, অমিত হাসান, রুবেল, মান্না, আমিন খান, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানসহ ঢাকাই সিনেমার জনপ্রিয় সব নায়কদের বিপরীতে কাজ করে সাফল্য পেয়েছেন।

media image
ছবি

‘মেঘলা আকাশ’ সিনেমার জন্য ২০০১ সালে মৌসুমী প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ২০১৩ সালে ‘দেবদাস’ ও ২০১৪ সালে ‘তারকাঁটা’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।