কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ভাসছিল দুই বছর বয়সী সৃজন সরকার নামে এক শিশুর নিথর দেহ।

এ দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের নোঁয়াগাও গ্রামে। মৃত শিশু সৃজন সরকার ওই গ্রামের সুজন সরকার ও স্মৃতি সরকার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকালে মা স্মৃতি সরকার সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে বসে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সৃজন। কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে দাদি আলপনা সরকারসহ পরিবারের লোকজন খুঁজতে বের হন। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করেন তারা।

এক পর্যায়ে নিজ বাড়ির পাশে ডোবার পানিতে সৃজন সরকার নিথর দেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। তাদের চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে সকাল সাড়ে ১১ টায় হাসপাতাল থেকে সৃজন সরকারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীম আরা নিপা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু সৃজন সরকার মারা গেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (পিপিএম) বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে সৃজন সরকারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনের কাছে হস্তান্তর করা হবে।