নালিতাবাড়ী প্রতিনিধি: ‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’, এ স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার এ উপলক্ষে নালিতাবাড়ী থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক আ: ওহাব, থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমান, আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকারসহ অন্যান্যরা।