দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোণা‘র দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহযোগীতায় উপজেলার সরকারী বিভিন্ন দফতরের প্রতিনিধি, ব্যাবসায়ী প্রতিনিধি, ক্লিনিক/ডায়াগনোষ্টিক সেন্টারের প্রতিনিধিদের অংশগ্রহনে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আকরাম হোসেন খাঁন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক মাসুমবিল্লাহ, ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরীর ব্যাবস্থাপক ধ্রুব সরকার,হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি বিপ্লব মজুমদার, বণিক সমিতির সদস্য সুবল দে, ইউপি সচিব মোঃ মাজহারুল ইসলাম ব্যাবসায়ী সুমন সাহা প্রমুখ।