ডেস্ক রিপোর্ট : ঘটনা চোখে পড়লো মাঠে চতুর্দিকের প্রান্তেখেলা প্রেমীরা টিকিটের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। যদি একটা টিকিট পাওয়া যায় কোনো ভাবে, আবার কোথাও পোস্টারে লিখে ধরে দাঁড়িয়ে আছে,একটা ম্যাচের টিকিট পাওয়া যাবে, প্রায় এক ঘন্টার উপর হয়ে খেলা হয়ে গেলেও ইন্ডিয়া দর্শকেরা দেখার জন্য টিকিট পাওয়ার আশায় তখনও মাঠের চতুরদিকে ছোটাছুটি করছেন।

অন্যদিকে পুলিশ অফিসাররাও যেমন দর্শকদের নির্দিষ্ট পথে যাওয়ার জন্য তদারকি করতে হিমশিম খাচ্ছেন। রাস্তার মাঝে মাঝেই স্পেশাল পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। তেমনি মাঠে কিছুটা দূরে ভ্রাম্যমান টাওয়ার লাগানো হয়েছে,যেমন গেঞ্জি ব্লাকে বিক্রি হচ্ছে-১০০ টাকার গেঞ্জি ৩০০-থেকে ৫০০ টাকা। আবার অরজিনাল ১০০০ টাকার গেঞ্জি তিন থেকে চার হাজার টাকাতে ব্লাক হতে দেখা গিয়েছে।

অন্যদিকে একই অবস্থা, টিকিটে হাহাকার, ব্লাক হচ্ছে ৫, ১০, ১৫ ,২০ হাজারে, তাতেও খেলাপ্রেমিরা টিকিট পাচ্ছেন। হতাশ হয়ে মাঠের চতুর দিকে ঘুরে বেড়াচ্ছেন, তবুও চেষ্টা করছেন যদি একটা টিকিট কোনোভাবে জোগাড় করা যায়।

তবুও দর্শকদের উত্তেজনা উল্লাস এতটুকু কম চোখে পড়ে না। সবার মুখে একটাই নাম ভিরাট কোলি,ভিরাট কোলি, খাদ্য বিচারের পালা, জিতবে কে হারবে ইন্ডিয়া না সাউথ আফ্রিকা,,, ইন্ডিয়ার দশকেরা বলেন ইন্ডিয়া ইন্ডিয়া।

(রিপোর্টার- কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়)