বারহাট্টা সংবাদদাতা : নেত্রকোণার বারহাট্টায় ট্যাভেলব্যাগে করে পাচারকালে আমদানি নিষিদ্ধ ৩৫ বোতল ভারতীয় মদসহ মো: পারভেজ বেপারী (২১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পারভেজ পটুয়াখালি জেলার বাউফল উপজেলার যৌতা গ্রামের চান মিয়া বেপারীর ছেলে। রবিবার দুপুরের দিকে পারভেজকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে একই দিনগত রাত একটার দিকে ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলাধীন উড়াদিঘী সেতু এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রবিবার রাতে উপজেলার ফকিরেরবাজার ফাঁড়ির এসআই সুলতান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কলমাকান্দার দিক থেকে আসা একটি বাস থামিয়ে তল্লাশীকালে পারভেজের দু’টি বৃহদাকৃতির ট্র্যাভেল ব্যাগে আমদানী নিষিদ্ধ ৩৫ বোতল মদ পাওয়া যায়। পরে পারভেজকে গ্রেফতার করা হয়।
ওসি খোকন কুমার সাহা বলেন, মাদক উদ্ধার ঘটনায় ১৯৭৪ সানের বিশেষ ক্ষমতা আইনের বিধানমতে মামলা দায়ের ও গ্রেফতার পারভেজকে আদালতে সোপর্দ করা হয়েছে।