হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২৩-২৪ অর্থ বছরে রবি/ ২০২৩-২৪ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার ৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.খায়রুল আলম ভূঞা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, এসিল্যান্ড জিনিয়া জামান, আ’লীগের সহ-সভাপতি আবদুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, ওসি সুমন চন্দ্র রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনম মাহবুবুল হক অপু, আ’লীগের সাবেক সদস্য আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন, তোফায়েল আহমেদ বিপ্লব, ছামাদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবি এম লুৎফর রহমান নয়ন। পরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।