মুক্তাগাছা প্রতিনিধি : মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সাইদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত করা হয়।

এসময় অত্র বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ ওই এলাকার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল,রয়েলে পাবলিক স্কুল এন্ড কলেজ,কম্বিনেশন কিন্ডার গার্ডেন,লাইসিয়াম মডেল স্কুল ও দাখিল মাদ্রাসার প্রায় ৩হাজার শিক্ষার্থী তাদের প্রিয় স্যারের মুক্তির দাবী ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ হাতে প্লে কার্ড,ব্যানার নিয়ে কোমল মতি শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপি মানব বন্ধন করেন।

এসময় কোমল মতি ছাত্র/ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন,৯ম-শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান খান,৮ম-শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার,সাদিয়া আক্তার,নাসরিন আক্তার, মিম আক্তার।

গ্রেফতারকৃত প্রধান শিক্ষকের স্বজন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান কাজল তার বক্তব্যে বলেন, একেএম সাইদুর রহমান একজন আওয়ামীলীগ পরিবারে সদস্য,তারা বাপ দাদা থেকে আওয়ামীলীগ করে আসছে।

তার নামে বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে মামলা দায়ের করছে। গ্রেপ্তারকৃত শিক্ষক একজন সক্রীয় আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের যতেষ্ট প্রমাণ রয়েছে তার পক্ষে। এর পরও ম্যানেজিং কমিটির সভাপতির ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য তাকে বিস্ফোরক আইনে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানানোসহ মিথ্যা মামলায় তার মুক্তি দাবি করেন।

ঘটনার বিবরণে জানাযায়, সম্প্রতি একেএম সাইদুর রহমানকে গ্রেপ্তার করে মুক্তাগাছা থানা পুলিশ।

তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার টান-কাতলাসেন গ্রামে। সেখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মুক্তাগাছার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় ফু^ঁসে উঠছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার দুপুরে স্কুলে সামনে দাপুনিয়া রোডে মানববন্ধন করেন। এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩হাজার শিক্ষার্থী মানবন্ধনে অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা।