=এম.টি.আই সূরুজ=

ওগো আমায় নহে তুমি

তরে দিলে অমর ছলে,

সখিরে কহিলা আমি।

জীবনে কি কাজে করমে থেকো ভুলে,

কুসুম দিবাকর প্রেমে।

আনন্দে সে যে রহিলে সুখে,

সেতো মনে আর ছলনা মুখে,

আজ আমি তরে ভাবিলে চিত্র লেখা,

মুকুলিতে মহিয়া মোর ছায়া ঢাকা

অতাগীর রথ যাতনা রিক্তে অচিরে

নিখিল হারে আমি দুখ তরে।

ওগো কেমন করে যদি তুমি,

নহে জানো আমার প্রিয় তুমি।

সম স্মৃতি তোদের যাবত জীবনে জাগিয়া,

যাহা পড়িবে মনে প্রেমে!

বেদনা পাখনা আদরে ক্ষণে জামে।

আজো গাহি তোমায় পরাজয়ে,

এ জগতের দেখিতে মোহর অন্তরে রবে।

আঁখি জলে হেরি সে আহার হৃদয়ে,

অহংকারে কভু নহে মায়া থাকিলে আমায়।

বিরহ আর যে বেদনা সহিতে পারি,

অভিমান নয়ন খুলে দেখি

হয়তো আজি মলিন আঁখি।

ওগো তুমি আমায় নাম দিয়ে, প্রতিদিন ভুবন জয়ে।

মানব স্মৃতি আসন কয় জুড়ে দিশে,

যবে মোর সাধবে দিনে বেশে।

ওগো আমায় খুজবে সেদিন,

সম স্মৃতি ইতিহাসে।

নিতে গেছো অন্ধকারে-

আমি হারিয়ে গেছি,

যাৎনা নহে তব পুরে।

আসিব আর নহে ভুবন দ্বারে ফিরে।

১৫ মে ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে