ত্রিশাল প্রতিনিধি : বিএনপির জামাতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিশাল এক মোটরসাইকেল বহর নিয়ে জেলায় শ্রেষ্ট শোডাউন মিছিল করেছে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগ সদস্য ত্রিশাল পৌরসভার একাধিকবারের নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকেরা।

সোমবার বিকেলে মেয়র আনিছের নির্দেশে ত্রিশাল উপজেলা কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, বঙ্গবন্ধু পরিষদ, সাবেক ছাত্রলীগ ও সাবেক যুবলীগের কয়েক হাজার নেতাকর্মীরা প্রায় দুই হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগার বাজার হইতে কাজির শিমলা পর্যন্ত অবরোধের বিরুদ্ধে মিছিল ও মহড়া দেয়।

সড়কের দুপাশে হাজার হাজার জনতা মিছিলটি হাততালি দিয়ে সমর্থন করেন। ত্রিশালের ইতিহাসে এই মিছিলটি সবচেয়ে বৃহৎ মোটরসাইকেল মিছিল ছিল। এতে নেতৃত্ব দেন উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস মোর্শেদ সোহান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাব্বির আহমেদ সানি, যুবলীগ নেতা তারিকুল হাসান আমির সহ আওয়ামীলীগ, যুবলীগ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই মিছিলে জয়বাংলা জয়বঙ্গবন্ধুর স্লোগানের ফাঁকে ফাঁকে আনিছ ভাইকে এমপি হিসেবে দেখতে চাই ধ্বনিতে মহাসড়ক ছিল আনিছ সমর্থকের এক মহা উৎসব ও মুখরিত। ত্যাগী নেতা কর্মীদের মুজিব চেতনার জাগরণ ফুটে উঠে।

আওয়ামীলীগ নেতাকর্মী ও স্থানীয়রা জানায়, মেয়র আনিছের অবরোধ বিরোধী এই মিছিলটি বৃহত্তর ময়মনসিংহে সেরা মিছিল হিসেবে প্রমান করেছে। মেয়র আনিছুজ্জামান শীর্ষ জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি। এই মিছিলের মধ্যদিয়ে প্রমানিত হয় ত্রিশালে বিপুল ভোটে এমপি হওয়ার মত জনপ্রিয় প্রার্থী মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।