পূর্বধলা সংবাদদাতা : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র আওতাধীন পূর্বধলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এরআগে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সভায় বিধিমালা ২০০৪ এর ৩২(১) বিধি অনুযায়ী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্ধিতায় (বানিয়াকান্দা কেএসএস লিঃ এর সভাপতি) মোহাম্মদ মজিবুর রহমানকে সভাপতি (চেয়ারম্যান) ও পদুরকান্দা কেএসএস লিঃ এর ম্যানেজার মোঃ ফজলুল হককে সহ-সভাপতি (ভাইস-চেয়ারম্যান) করে ৬ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য পরিচালকবৃন্দ হলেন, নিশ্চিন্তপুর বোয়ালিকান্দা কেএসএস লিঃ এর ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, পশ্চিম মৌদাম কেএসএস লিঃ এর ম্যানেজার মোঃ নূরুল ইসলাম, রাজপাড়া কেএসএস লিঃ এর সদস্য মোঃ শফিকুল ইসলাম খান ও নিজ আলমপুর কেএসএস লিঃ এর ম্যানেজার গোলাম রসুল।
গত ৩০ অক্টোবর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কনফারেন্স হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফার সভাপতিত্বে কমিটি ঘোষণা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান মোতাহার হোসেন খান বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা যাচাই-বাছাই শেষে পূর্বধলা ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, সদস্য জয় প্রকাশ মেহেতা ও আল সামছ মোহাম্মদ গোলাম মৌলা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচিত করেন।
সমিতির সকল সদস্যরা নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। এসময় উপস্থিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ বক্তব্যে প্রতিষ্ঠানটির সফলতা ও সমবৃদ্ধি কামনা করেন।