দুর্গাপুর প্রতিনিধি : চুরি,ছিনতাইসহ নানা ধরনের অপরাধ দমনে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল। তবে বর্তমানে সব ক্যামেরাই অকেজো হয়ে পড়েছে।

জানা গেছে, ২০২০ সালের জুলাই মাসে পৌর শহরের হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়। যার ক্যামেরা সংখ্যায় ছিল ৫৮টি। তার ব্যয় ছিল ১০ লাখ টাকা। আর এ সিসি ক্যামেরার কন্ট্রোলরুম রাখা হয়েছিল পৌরসভায়। তবে বছরখানেক পরেই বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা বিকল হতে শুরু হয়। যার কারণে পরবর্তীতে এইগুলো আর কোনো কাজেই আসেনি।

সরেজমিন ঘুরে দেখা গেছে,পৌর শহরের পুলিশ মোড়,কাচারি মোড়,এমপির মোড়,প্রেসক্লাব মোড়,কলেজ মোড়,এমকেসিএম স্কুল মোড়,কালিঘর মোড়,কাঁচা বাজারসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পিলারের সঙ্গে দৃশ্যমান ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো রক্ষণাবেক্ষণের অভাবে এখন সবগুলো নষ্ট। অন্যদিকে এইগুলো মেরামতের কোনো উদ্যোগও নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। এতে শহরে চুরি সংঘটিত হলেও এখন তা সনাক্ত করা সম্ভব হচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থারও বিঘœ ঘটছে। ফলে এই সিসি ক্যামেরার সুফল পাচ্ছে না কেউ। এদিকে সম্প্রতি এই শহরে চুরের উৎপাত বেড়ে যাওয়ায় এখন উদ্বেগ বেড়েছে সবার মধ্যে।

পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে,বেশ কয়েকবার ক্যামেরাগুলো মেরামত করা হলেও কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সিসি ক্যামেরা থাকলে অনেক সুবিধা আছে।অনেক সময় দোকানের সামনে ক্রেতারা এসে মোটরসাইকেল রেখে দেয়। কেনা-কাটার ফাঁকে এগুলি চুরি হবার ভয় থাকে। তাছাড়াও ক্যামেরার কারণে অপরাধ করতে অপরাধীরা ভয় পায়। সিসি ক্যামেরা থাকলে একটু নিশ্চিত থাকা যায়। শহরে ক্যামেরাগুলো সচল রাখা জরুরি। তাই এইগুলো দ্রুত সচলের দাবী জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার মেয়র মাও: আব্দুস ছালাম জানান, ক্যামেরাগুলো মেরামত করা হলেও টিকিয়ে রাখা যায়নি। তবে আবারও সচল এর বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।