জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরের উত্তর সিরাজাবাদ গ্রামে মামলার জেরধরে দুই পক্ষের সংঘর্ষে নাসির উদ্দীন (৫৫) নামে এক ব্যাক্তি খুন হয়েছে।
বুধবার দিবাগত রাত ৮ টায় নিহতের লাশ উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ। নাসির উদ্দীন ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামের অহেজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সিরাজাবাদ গ্রামের বাসিন্দা নাসির উদ্দীন ও সুলতান মিয়ার মধ্যে গরু নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাল্টা পাল্টি মামলা হয়। বুধবার মামলার হাজিরা দিয়ে দুপুরে বাড়ী ফিরে নাসির উদ্দীন। তারপর নাসির উদ্দীন ও তার চাচাত ভাই নাদের হোসেনের ছেলে সুলতান মিয়ার সাথে প্রথমে কথা-কাটাকাটি, একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুরুতর আহত হয় নাসির উদ্দীন। পরে তাকে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনসার উদ্দীন তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নাসির উদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।