কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে ট্রেজারার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়ম বহিভূত কার্যকলাপ ও সরকারি ষ্ট্যাম্প বিক্রয়ে দুর্নীতি ও অনিয়মে এক লিখিত অভিযোগ কেন্দুয়া এস আর অফিসের ভেন্ডার হেলাল উদ্দিন।
বিষয়টি তদন্ত করে বিচার দাবীতে জেলা প্রশাসক বরাবরে গত ৭নভেম্বর লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগে জানা যায়, গত ২ নভেম্বর ষ্ট্যাম্প চালান দিতে জেলা প্রশাসক কার্যালয়ে ট্রেজারার জাহাঙ্গীর আলমের কাছে যান ভেন্ডার হেলাল উদ্দিন। তখন জাহাঙ্গীর আলম তাকে বলেন, আগের ষ্ট্যাম্প বিক্রি শেষ না হলে নতুন কোন চালান দেওয়া হবে না। তখন হেলাল উদ্দিন জিজ্ঞাসা করেন অন্যদের কিভাবে দিয়েছেন? এর উত্তরে ট্রেজারার ভেন্ডার হেলাল উদ্দিনকে হুমকি দিয়ে বলেন বেশি বাড়াবাড়ি করলে আপনার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তাছাড়া ৩০ হাজার টাকার ওপরে কোন ভেন্ডারকে চালান দেওয়ার নিয়ম নেই।
অভিযোগে বলা হয়, গত ২৯ অক্টোবর কালাম নামে এক ভান্ডারকে একটি সনদে ৩৬টি চালান দিয়েছেন। যার মূল্য ৮লাখ ৯৪ হাজার ৩১৩ টাকা ৮০ পয়সা। এছাড়াও আনিসুর রহমান নামে আরেক ভান্ডারকে ১ লাখ ৮০ হাজার টাকার চালান দিয়ে ষ্ট্যাম্প বিক্রি করেছেন।
অভিযোগে আরো বলা হয়, আগের বছরে একবার রেজিস্ট্রার দেখানোর বিধান ছিল, তখন ট্রেজারারকে ১ হাজার টাকা সালামি দিতে হত। এখন বছরে ৪ বার দেখাতে হয়। এই ৪ বারের জন্য ট্রেজারারকে ৪ হাজার টাকা সালামি দিতে হয়।
এ বিষয়ে ট্রেজারার জাহাঙ্গীর আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হেলাল উদ্দিনের সাথে আমার কোন বিরোধ নেই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
তিনি আরও বলেন এ বিষয়ে ঊধ্বর্তন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ব্যবসায় বানিজ্য শাখা,আর এম শাখা ও ট্রেজারী শাখা)'র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আমি এখনও অবগত নই।