কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ভাংচুর, চুরি-লুটপাট ও জখমের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় প্রতিবেশী হক মিয়া, তামজিদ মিয়া, আব্দুর রউফ, রুবেল দলবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর বসতবাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক।

মোঃ আব্দুর রাজ্জাক বলেন, পূর্ব শত্র“তার জেরে বিবাদীরা ভাংচুর ও বসতঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ পাঁচ হাজার টাকার ক্ষতিসাধন করে। এসময় আমার স্ত্রী পারভীনা বাধা দিতে গেলে তারা তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। পরবর্তীতে আশেপাশের লোকজন ছুটে এলে খুনের হুমকি দিয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা।

এবিষয়ে মুঠোফোনে বিবাদী হক মিয়া ও হাদিস মিয়া জানান, ভাংচুর, চুরি ও জখমের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।