ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা সংঘর্ষে পারভীন আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর পাশের গফরগাঁও উপজেলার যশরা গ্রামের মো: রইছ উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ভালুকা থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী বটতলা এলাকায় একটি লেগুনার সাথে সংঘর্ষে সিএনজির বেশ কয়েকজন যাত্রী আহত হয়। আহতদের ভালুকা সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আল মামুন সিএনজি-লেগুনার সংঘর্ষে এক নারীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।