ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত পাঁচ বছরে জিপিএ-৫ প্রাপ্ত সাড়ে ৩ হাজার শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু এ সংবর্ধনা দেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জানাযায়, মেজর আফসার উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ হতে ২০২৩ সাল পর্যন্ত উপজেলার প্রত্যেক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত সাড়ে তিন হাজার শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু এমপি, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট মো: শওকত আলী, ভালুকা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাত হোসেন, পৌর মেয়র, ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ওমর হায়াত খান নঈম, অধ্যক্ষ (অব:) সাইদুর রহমান, অধ্যক্ষ (অব:) আবদুর রউফ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ ও উপজেলা যুবলীগ সভাপতি আনছিুর রহমান রিপনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও স্থানীয় আ’লীগের নের্তৃবৃন্দ।