কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হেলমেট না থাকায় তিন মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম। আজ সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের রেন্টিতলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রেন্টিতলা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় হেলমেট না থাকায় তিন মোটরসাইকেল চালককে ১৯০০টাকা জরিমানা করা হয়।
জরিমানা প্রাপ্তরা হলেন, নেত্রকোনার সাতপাই এলাকার রায়হান উল্লাহ’র ছেলে রবিন মিয়া (৩৬), রাজুর বাজার এলাকার পারভেজ মিয়া (৩৫) ও কলমাকান্দা উপজেলার গুতুরা এলাকার গোলাম মোস্তফার ছেলে সাহিদ মন্ডল (২৩)।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম বলেন, হেলমেট না থাকায় তিন চালককে ১৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।