ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের অঙ্গসংস্থা UNDEF এর আর্থিক ও UN-Habitat এর কারিগরি সহায়তায় নগর যুব কাউন্সিল গঠনে তরুণদের সম্পৃক্তকরণ প্রকল্পের অংশ হিসেবে সিরাক-বাংলাদেশ ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন যৌথভাবে ময়মনসিংহ ১ম নগর যুব কাউন্সিল নির্বাচন ২০২৩ আয়োজন করেছে।
গত ১০ নভেম্বর ২০২৩ তারিখে সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত ময়মনসিংহ ১ম নগর যুব কাউন্সিল নির্বাচন ২০২৩ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ইকরামুল হক টিটু ও অন্যান্য নির্বাচন কমিশনারবৃন্দের প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও অনুমোদন এর মাধ্যমে ফলাফল ঘোষনা করা হয়েছে।
উক্ত নির্বাচনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩৩ টি ওয়ার্ড এর ১০ টি ক্লাস্টারে মোট ৪৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১০ টি ক্লাস্টার থেকে একজন পুরুষ ও একজন নারী নগর যুব কাউন্সিলর হিসেবে আগামী ৪ বছর দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত নগর যুব কাউন্সিলরবৃন্দ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর বিভিন্ন কার্যক্রমে মেয়র মহোদয় ও সকল সম্মানিত কাউন্সিলরদের সহযোগিতা করবেন।
নবনির্বাচিত সকল নগর যুব কাউন্সিলরদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সিরাক বাংলাদেশ, সহযোগী সংস্থা UNDEF ও UN-Habitat এর পক্ষ থেকে শুভেচ্ছা।