স্টাফ রিপোর্টার ঃ কুপিয়ে জখমের ঘটনায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান এখন জেল হাজতে। রায় ঘোষণার পর গত সোমবার আদালতে আত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। গত ২৮ অক্টোবর এই মামলার রায়ে আব্দুল মান্নানকে দুই বছরের সশ্রম কারাদন্ডসহ ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দেন ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম। আদালত সূত্র জানায়, গত ২০১০ সালে তারাকান্দা উপজেলার তালদিঘী গ্রামে মাছের খামার নিয়ে বিরোধের জেরে লিটনকে কুপিয়ে জখম করে আব্দুল মান্নান ও তার সহযোগীরা। এই ঘটনায় লিটনের ভাই শাহজামাল বাদী হয়ে তারাকান্দা থানায় আব্দুল মান্নানসহ পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছেন রাজীব, জুয়েল মিয়া, কামরুজ্জামান চানু ও বাদল মিয়া। এই মামলার রায়ে প্রধান আসামী রাজীবকে পাঁচ বছর ও আব্দুল মান্নানকে দুই বছর কারাদন্ড দেন আদালত।