নালিতাবাড়ী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই তফসিলকে স্বাগত জানিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে।

বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহামেদ বকুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান উপকমিটির সদস্য বাবু গোপাল চন্দ্র সরকার, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক জহুরুল হক, প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ।