নালিতাবাড়ী প্রতিনিধি: জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর। শুক্রবার বিকালে নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বাঙালি সংস্কৃতিতে নবান্ন শিরোনামে একুশে পাঠচক্রের ১৫তম আসরে বক্তারা বলেন, গ্রাম-বাংলায় থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির হাজার বছরের প্রাচীনতম উৎসব নবান্ন। নবান্ন উৎসব হলো অসাম্প্রদায়িক উৎসব। অগ্রহায়ণ মাসে কৃষকের নতুন বার্তা নিয়ে আমন ধানের আগমন, এ উৎসব বাঙালি জাতিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে।

কৃষক ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন জয়জিৎ দত্ত শ্যামল, শিক্ষক কার্তিক সাহা, প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক অরুপ চন্দ্র দেবনাথ। সঞ্চালনা করেন একুশে পাঠচক্রের সদস্য একুশে দ্যুতি।

দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী মিথিল সাহা,প্রভাষক স্বপ্না চক্রবর্তী, কবিতা আবৃত্তি করেন শিশু সংস্কৃতা কর্মকার, অরুণ চন্দ্র দেবনাথ এবং নবান্নের গান পরিবেশন করেন সেঁজুতি সাংস্কৃতিক একাডেমির শিক্ষক মনি গাঙ্গলী।