গোলাম রব্বানী-টিটু: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মাঠে পাকা ধান হাতছানি দিয়ে ডাকছে কৃষককে। উপজেলার ৭টি ইউনিয়নে আমন ফসলের মাঠে বিভিন্ন জাতের ধান পেকে মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে।
শুক্রবার আকাশ মেঘলা থাকা সত্যেও কৃষক মাঠে ধান কাটতে দেখা গেছে। উপজেলার অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। আমন ফসলের পাকা ধান কাটা পুরোদমে শুরু না হলেও সপ্তাহ খানিক পরে পাকাধান কাটতে ব্যস্ত হয়ে পড়বে উপজেলার কৃষকরা।
উপজেলার কৃষকের রোপণকৃত ৮০ ভাগ আমন ফসলের ধান মাঠে পাকা দেখা দিয়েছে। ফলে কৃষকের স্বপ্নের ফসল ঘরে উঠতে শুরু করেছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার আমন ফসলের লক্ষমাত্রা অর্জিত হয়েছে। কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার জানান, কিছুদিন পরেই কৃষকরা পুরোদমে ধানকাটা শুরু করবে আমন ফসল এবার ভালো হয়েছে জানিয়ে ধানের যেন ন্যায্য মূল্য পায় কৃষকরা প্রত্যাশা করেন।