নিজস্ব সংবাদদাতা : দেশে আগামী ৩০ সালের মধ্যে সাধারন শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে আসবে এবং কারিগরি শিক্ষার দিকে শিক্ষার্থীরা বেশী ধাবিত হবে। কারিগরি শিক্ষা ব্যাতীত আমাদের মুক্তি আসবে না মন্তব্য করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকত হোসেন বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এবং দক্ষ মানুষ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, প্রত্যেক জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট,কারিগরি কলেজ এবং প্রতিটি বিভাগে প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু করেছে।

বর্তমান সরকারের সদিচ্ছা ও সহযোগিতার সাথে আমাদের ঐকান্তিক চেষ্টাই আগামী দিনে কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষায় পরিনত করা হবে।

তিনি আরো বলেন এক সময় ইংরেজী শিক্ষা না জানলে মুর্খ বলা হতো, বলা হতো বিএ,এম এ পাশ করে লাভ নেই। এখন মুর্খ বলা হবে যাদের মাঝে প্রযুক্তি ও কারিগরি জ্ঞান থাকবে না । বিশ্বায়নের এই যুগে প্রতি যোগিতায় টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। উন্নয়নের অংশীদার হতে হলে দক্ষ জনশক্তি গঠন অবশ্যই প্রয়োজন।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে রবিবার জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষার ভাবমুর্তি উন্নয়ন ও প্রসার জনপ্রিয়তা,ভর্তি হার বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারনা বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীল, সাংবাদিক শাহ আলম উজ্জ্বল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী তাসলিমা আক্তার, প্রকৌশলী মামুনুল ইসলাম ও প্রকৌশলী শাদত উল্লাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন।