নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার কেন্দুয়া থানায় শনিবার রাতে হাঁস বোঝাই একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) রাতে কেন্দুয়া থানার এসআই তাপস বণিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালকে প্রধান আসামি ও ১৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, কেন্দুয়া-তাড়াইল সড়কে দিয়ে হাঁসবোঝাই একটি পিকআপভ্যান গগডা বাজারে যাচ্ছিল। পথে কয়েকজন দুর্বৃত্ত পিকআপটির গতিরোধ করে চালককে মারধরের পর সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে স্থানীয়রা আগুন নেভায়। এতে পিকআপের সামনের অংশ পুড়ে গেলেও হাঁসের কোনো ক্ষতি হয়নি। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা হরতালের আগের রাতে পিকআপে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালায়। এঘটনায় ১৪৫ নাম উল্লেখসহ ১৮৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।