দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মৃতিচারণ করা হয়েছে। রোববার রাতে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ উপলক্ষে প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক তোবারক হোসেন খোকন, মাসুম বিল্লাহ, রাখী দ্রং, ডাঃ কামরুল ইসলাম, ধনেশ পত্রনবীশ, ধ্রুব সরকার, মরহুমের ছেলে সাংবাদিক আবিদ হাসান বাপ্পি, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মাওলানা মো. সাইদুল ইসলাম।