অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। তিনি ১৯৯৬ ও ২০০৮ সালে নান্দাইল থেকে সংসদ সদস্য ছিলেন।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় থেকে আব্দুস সালামের পক্ষে মনোনয়ন ফরম জমা দেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।

ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আলমগীর কবির দোলন এ তথ্য জানিয়েছেন।