অনলাইন ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে মো. খোকন সরকার (৫০) নামে এক মৎস্য খামারির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মিশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। খোকন একই গ্রামের মৃত মিয়া মুনসুর আহমেদের ছেলে।

নিহতের ছোট ভাই লিটন সরকার জানান, খোকন একজন মৎস্য খামারি। দুপুরের দিকে নিজের খামারে সেচ দিতে যান তিনি। পানি সেচ দেওয়ার জন্য মটর পাম্পের সুইচ দিতে গেলে খোলা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। এতে সে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আজিজুল হক জানান, পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।