স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রাক্তন ডেপুটি এ্যাটনী জেনারেল ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মোঃ আব্দুল হাই আসন্ন দ্বাদশ নির্বাচনে ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য একজন প্রার্থী। আঃ হাই একজন সাবেক ছাত্রলীগ নেতা, সমাজকর্মী, শিক্ষানুরাগী। তিনি এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে স্কুল ও কলেজ স্থাপন করেছেন।
তিনি এ্যাডভোকেট আব্দুল হাই কলেজ, হরিপুর নান্দাইল প্রতিষ্ঠাতা ও সভাপতি ও হরিপুর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়াও এলাকার মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাড়িয়েছেন এবং এলাকার মানুষের প্রতি রয়েছে তাঁর অগাধ ভালবাসা মানুষের কল্যাণ ও তাদের বিপদে আপদে আপনজন হিসাবে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন। তিনি একজন সাদা মনের মানুষ। আইনজীবী হিসাবেও তার সুনাম রয়েছে যথেষ্ট।
সাংবাদিকদের তিনি জানান, আমি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামীলীগের একজন মনোনীত প্রার্থী ছিলাম এবং রিটার্নিং অফিসার চুড়ান্তভাবে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। অনির্বার্য কারণে আমি তখন শেষ পর্যন্ত নির্বাচন করতে পারিনি। সেই ইতিহাস সকলেরই জানা আছে।
তিনি আরও জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইলে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতীক নৌকা মার্কার পক্ষে অবিরত কাজ করে যাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার এই শ্লোগানকে সামনে রেখে এলাকার জনগণ ও ভোটারদের কাছে যাচ্ছি। তিনি সাংবাদিকদের কাছে রাজনৈতিক ও কর্মজীবনের তথ্য তুলে ধরে বলেন, আমি পেশায় একজন আইনজীবী। ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতি এবং আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের একজন নির্ভিক কর্মী হিসাবে প্রায় ৫০ বৎসরের অধিককাল সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সকল গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম করতে গিয়ে জেল-জুলুম নির্যাতনের স্বীকার হয়েছি। আমি সকল লোভ লালসা পরিত্যাগ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার লক্ষ্যে আজীবন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমি কলেজ, বিশ্ববিদ্যালয় ও পেশাগত জীবনে কখনও আদর্শচ্যুত হয়নি। কাজেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাই আসনে বাংলাদেশ আওয়ামীলীগগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে যাকেই মনোনয়ন দিবেন আমি তার পক্ষেই সক্রিয়ভাবে কাজ করবো। আর যদি, আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আমার দলের সর্বস্তরের নেতাকর্মী, সম্মানিত ভোটারদের নিয়ে নির্বাচনে জয়ের লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ।
এজন্যে আমি নান্দাইল বাসী সকলের সর্ব প্রকার সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি এবং সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের মঙ্গল কামনা করছি।