=মোহাম্মদ শাহ বোরহান উদ্দিন =
ওগো অজানা দুর পথে এসো
মনে করে নিয়ে আমায় ভালোবেসে।
থাকব না সে যেতোনা ফিরে,
কুসুম ছায়া তোমার স্মৃতি মনে পড়ে
এ স্থান এ নগর নয়নে ধুলি মাটি দেশে
সুখ শান্তি মোর অন্তরে জ্বালা হৃদয়।
পৃথিবীর বুকে মোর গন্ধে আকুল পরশে।
আজো আমি বন্দনা ছায়া।
তুমি আসিলে কেমন হিয়া
রহিলে সারা জীবন আমায় ভুলে
চোখে বালি আর চোখে জলে
পথ হারা আমি অন্ধকারে বিরলে।
তবু পারিজাত আমায় ভুলে।
দেখিবে নাসে পর ছলে।
সকল প্রাণে হেরি পুরি ফুলে বাঁধনে
যা কিছু ছিল জীবন স্বপ্নে ভুবন।
সরকারী কবি নজরুল কলেজ ত্রিশাল
স্থান: দরিরামপুর, ত্রিশাল।
১৮ মে ২০২২