গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ১৫০ বছরের পুরনো রাস পূজা ও সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর মাস্টারপাড়া ঝলক মৎস্য প্রজনন কেন্দ্র ও হ্যাচারিতে রবিবার সন্ধ্যায় এ পূজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ব্রিটিশ আমল থেকে চৌহান পরিবার বংশ পরম্পরায় এ পূজা পালন করে আসছেন। প্রতিবছর রাস পূর্ণিমা রাতে এ পূজা পালন করা হয়। পূজা শেষে ভক্তবৃন্দ ও অতিথিদের মাঝে লুচি ভাজা, সুস্বাদু সবজি ও প্রসাদ বিতরণ করা হয়।

পূজার আয়োজক কুবের প্রসাদ চৌহান জানান- তাঁর পিতা স্বর্গীয় রামাদার চৌহান ১৫০ বছর আগে ব্রিটিশ আমলে এ পূজা পালন শুরু করেন। এখন তিনি দায়িত্ব পালন করছেন। বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় এ পূজা পালন করা হয়ে থাকে।

পুরোহিত শ্রী দুলাল চক্রবর্তী বলেন, ৩০ বছর যাবত তিনি প্রতিবছর এখানে রাস পূজা ও সত্যনারায়ন পূজা পালন করছেন। এর আগে তাঁর বাবা স্বর্গীয় যদু গোপাল চক্রবর্তী মৃত্যু পূর্ব পর্যন্ত এখানে রাস পূজায় পুরোহিত করেছেন।