নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাবিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা।

সাবিনা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সামসুদ্দিনের মেয়ে। তিনি ঢাকার নতুন বাজার এলাকায় বসবাস করতেন।

ফোকাল পারসন ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাবিনা ঢাকার নতুন বাজার এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল রোববার রাত ৯টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। পরে সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে বর্তমানে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মাঝে পুরুষ ৩৯ জন, নারী ১০ জন ও একজন শিশু। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।’