কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় বেশি দরে পেঁয়াজ বিক্রি করায় ২ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। এতে ১১ হাজার টাকা অর্থদন্ড করে আদায় করা হয়।
সোমবার দুপুরে উপজেলা কলমাকান্দা মধ্যবাজারে অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম। জানা গেছে বেশি দামে পেঁয়াজ বিক্রি মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা অপরাধে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।
এতে ব্যবসায়ী হাসানকে ১০ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকায় পেঁয়াজ ব্যবসায়ী সেলিমকে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, দুপুরে কলমাকান্দা মধ্যবাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ২ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে এবং বাজার ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।