ফুলবাড়ীয়া প্রতিনিধি : দেশব্যাপী ৯ থেকে ১৪ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ পালিত হচ্ছে। গত ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক। এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর থেকে ফুলবাড়ীয়া উপজেলাব্যাপী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সেবা ও প্রচার সপ্তাহ পালিত হচ্ছে।
সেবা ও প্রচার সপ্তাহের প্রস্তুতি হিসেবে গত ১৫ই নভেম্বর ফুলবাড়ীয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আতিকুন্নাহার। এসময় উপজেলায় কর্মরত সকল এফপিআই এবং এফডব্লিউগন উপস্থিত ছিলেন।
গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় উক্ত সপ্তাহ সফল করার লক্ষ্যে এমসিএইচ সার্ভিসেস এন্ড মোহাম্মদপুর কার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারে এর ডায়নামিক পরিচালক ডাঃ মোঃ মনীরুজ্জামান সিদ্দীকী, ময়মনসিংহ জেলা কর্মকর্তাদের সাথে জুম সংযোগের মাধ্যমে এক মতবিনিময় সভা করেন।
গত ৯ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অডিটরিয়ামে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আজিজুর রহমান এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব শাহান আরা বানু (এনডিসি-গ্রেড-১) ময়মনসিংহ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এসময় তারা সকল সমস্যার কথা শ্রবণ করেন এবং সমাধান সম্পর্কিত পরামর্শ দেন ও গ্রহণ করেন। সর্বশেষ সকলকে সার্বিক দিন নির্দেশনা দেন ও সেবা ও প্রচার সপ্তাহ সফল করার ক্ষেত্রে সকলকে আহবান জানান।
একই দিনে অর্থাৎ ৯ ডিসেম্বর ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক কাজী মাহফুজুল করিম এর সভাপতিত্বে জেলায় কর্মরত কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে গত ৯ ডিসেম্বর থেকে ফুলবাড়ীয়া উপজেলায় পরিবার পরিকল্পনা “টিম ফুলবাড়ীয়া” উপজেলাব্যাপী ব্যাপক সেবা চালিয়ে যাচ্ছেন এবং এ সেবা তারা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর হয়ে কাজ করে যাচ্ছেন।
উপজেলার কার্যক্রম পরিদর্শনে ২য় দিন অর্থাৎ ১০ ডিসেম্বর কার্যক্রম পরিদর্শন করেন পরিবার পরিকল্পনা ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মীর সাজিদুর রহমান ও পরিচালক (পরিকল্পনা) মোঃ মতিউর রহমান। এসময় তারা বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।
এ সম্পর্কে মেডিকেল অফিসার ডাঃ আহমেদ মোহাম্মদ আব্দুল্লাহ (এমসিএইচ-এফপি) বলেন আমাদের সেবা সপ্তাহে রয়েছে বিশেষ দীর্ঘমেয়াদী ক্যাম্প, উঠান বৈঠক, মা সমাবেশ, স্যাটেলাইট ক্লিনিক, আবাসন প্রকল্পে বিশেষ সেবা এফডব্লিউ গুলোতে বিশেষ সেবা, দম্পতি পরিদর্শন ও কাউন্সিলিং ইত্যাদি। আমাদের এই সেবা আমরা সকলে ঐকান্তিকভাবে চালিয়ে নিচ্ছি।
এ বিষয়ে কাজী মাহফুজুল করিমের সাথে মুঠোফোনে জানান, ফুলবাড়ীয়ার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।