স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই প্রতিযোগীতা উদ্বোধন করা হয়।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগীতা উদ্বোধন করেন।

জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল আলম।

অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) রায়হানুল ইসলাম, শামীম হোসেন, থানার পুলিশ পরিদর্শক, ক্রীড়া ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।