পূর্বধলা সংবাদদাতা : নেত্রকোণার পূর্বধলায় পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্তরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়, পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে সকল শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়োব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, শিক্ষা অফিসার মো: মফিজুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিঠির সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন, সাংবাদিক এমদাদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।