ডেস্ক রিপোর্ট : অপেক্ষার পালা অবসান ঘটিয়ে বিপিএল ক্রিকেটে নতুন দল হিসেবে ময়মনসিংহ বিভাগীয় টিম ‘ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস’ যুক্ত হয়েছে। ২০২৫ বিপিএল ক্রিকেটে ময়মনসিংহ দল যুক্ত হওয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বুধবার বিকেলে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নগরীর সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

উল্লেখ্য, মোহিত উর রহমান শান্ত এবার ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

media image
ছবি

অনুষ্ঠানে মোহিত উর রহমান শান্ত বলেন, ২০২৫ সালের বিপিএলে ময়মনসিংহের টিম ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস থাকার অনুমোদন দিয়েছে বিসিবি। এটি এ অঞ্চলের সকল মানুষের প্রাণের দাবি ছিলো। ভালো ক্রিকেটার তৈরিতে ক্লাব গুলোকে গুরুত্বসহকারে কাজ করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ ক্রীড়া সংস্থার উপদেষ্টা অধ্যাপক ইউসুফ খান পাঠান, জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাজ্জাদ জাহান চোধুরী শাহীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন প্রমুখ। এতে বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও ক্রিকেটাররা অংশ নেন।

বিপিএল ক্রিকেটে ময়মনসিংহ বিভাগ থেকে একটি টিম রাখার দাবি ছিলো দীর্ঘ দিনের। বিপিএলে ময়মনসিংহের টিম যুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিকেটাররা।