গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের নয়াপাড়ায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল মুন্সীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালক আরিফ আহম্মেদের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য ও বারহাট্রা সি কে পি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক, ছাত্র অভিভাবক ও বি কে ডি এস কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সাহিনা আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা খানম মীনা, নিলুফার ইয়াসমিন, ফাতেহা আফরোজা, মৌসুমী খানম, ইমরুন নাহার প্রীতি, তামান্না আক্তার অন্তরা, সাথী প্রমুখ।

আলোচনা শেষে মেধা তালিকায় ১ম থেকে ৫ম স্থান ও শতভাগ উপস্থিতির জন্য কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।