গোলাম রব্বানী-টিটু: সোমবার শেরপুর জেলার ঝিনাইগাতীতে যিশু খ্রিষ্টের জন্মদিন ও শুভ বড়দিন পালিত হয়েছে । খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব শুভ বড়দিন উপলক্ষে আদিবাসী পল্লিগুলোতে সাজসাজ রব বিরাজ করছে।
শুভ বড়দিনে ধর্মাবলম্বীদের নতুন পোষাকে মিলন মেলায় পরিনত হয়ে ফুল,বেলুন ও নানা রঙের নকশা তৈরী করে কাগজ জরি ব্যবহার করে সৌন্দর্য ফটিয়ে তোলা হয়েছে।
সকালে উপজেলার মরিয়মনগর ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালনা করেন, ফাদার বিপুল ডেবিড দাস (সিএসসি) পাল পরোহিত।
উপজেলার ১৮টি গির্জায় যিশু খ্রিষ্টের জন্মদিনে কেক কাটার মধ্য দিয়ে ধর্মের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাতে কিত্তর্ন অনুষ্ঠিত হবে। সকালে শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিশা বেগম (পিপিএম) মরিয়মনগর ধর্মপল্লি পরিদর্শন করে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের বরাদ্ধকৃত ৯ মেট্রিকটন চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ১৮টি গির্জায় বিতরণ করেন।
আদিবাসীরা একে অপরকে আলিঙ্গন ও কোলাকুলি করে বড়দিনের কৌশল বিনিময় করেন। একই সাথে মরিয়ম নগর ফাদার বিপুল ডেবিড দাসের শুভ জন্মদিন হওয়ার ফলে ভক্তরা কেক কেটে তারও শুভ জন্মদিন পালন করেন।