মুক্তাগাছা প্রতিনিধি:-মুক্তাগাছায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৬ডিসেম্বর সকাল ১১টায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম প্লাটফর্মে প্রধান অতিথি হিসাবে অনলাইনে ভার্চুয়ালের মাধ্যমে সীসা সুপার শপ,মেইন রোর্ড মুক্তাগাছার উপ-শাখাটির শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল ম্যানেজার কৃষিবিদ আব্দুল কাদের, পৌরসভার প্যানেল মেয়র মোঃ সাইফুজ্জামান (দুদু),প্রভাষক জিয়াউল হক জুয়েল, মুক্তাগাছা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল জলিল, সোশ্যাল ইসলামী ব্যাংক উপ-শাখার ইনচার্জ তৌহিদুল ইসলাম,অফিসার মোঃ জুলাহাস উদ্দিন, অফিসার তাজমিন নাঈমাসহ, গ্রাহক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে ব্যাংক এর কার্যক্রমের শুভ সূচনা করেন।