নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র সিকেঘোষ রোডস্থ সারিন্দা রেষ্টুরেন্টের নীচতলায় ভারতীয় রকমারি কাপড়ের সমারোহে রেমন্ড ব্রান্ডের ২২তম শাখা শো-রুমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়।

এসময় রেমন্ড লিমিটেড ইন্ডিয়ার বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজ ও পরিবেশক রিলায়েন্স ট্রেড ইন্টারন্যাশনাল এর সিইও আমিরুল ইসলাম, ইন্ডিয়ার কান্ট্রি রিপ্রেজেনন্টেটিভ মো. খায়রুল কবীর, কোম্পানীর ম্যানেজার (হিউম্যান রিসোর্স) এসএমএ বাকী, সিকেঘোষ রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিইও আমিরুল ইসলাম জানান, এটি বাংলাদেশের আধুনিক একটি শো-রুম। এখানে রেমন্ড ইন্ডিয়ান ব্রান্ডের শার্টিং, স্যুটিং ও রেডিম্যাট বিভিন্ন আইটেমের বিপুল কালেকশন রয়েছে। থাকবে টেইলারিং সুবিধাও।