স্টাফ রিপোর্টার : অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌছে যাবো আমরা উন্নতির শিখরে এই প্রতিপাদ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গণজাগরণের শিল্প আন্দোলন কার্যক্রমে দেশব্যাপী ৩৫০টি নাট্য সংগঠনের নাটক মঞ্চায়িত হচ্ছে।
দেশের ১ হাজার ৫০টি স্থানে গণজাগরণের নাটক মঞ্চায়নের অংশ হিসেবে গত ২৭ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর ৩টি স্থানে প্রতিশ্র“তিশীল নাট্য সংগঠন সারেং থিয়েটার মঞ্চায়ন করে পাপী যবে ঘৃণিত নাটকটি।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সারেং থিয়েটার ময়মনসিংহের বিপীণ পার্ক, কৃষ্টপুর এবং বলাশপুর এলাকায় পাপী যবে ঘৃণিত নাটকটি মঞ্চায়িত হয়।
নাটকটি মঞ্চায়নের আগে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিশিষ্ট নাট্যজন বহুরূপী নাট্য সংস্থার যুগ্ম সম্পাদক ওয়াহাব মাহমুদ রমজান। অপর একটি স্থানে বক্তব্য দেন বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও ছায়ানট সাংস্কৃতিক সংস্থার সভাপতি শরীফ মাহফুজুল হক আপেল ও সারেং থিয়েটার ময়মনসিংহের সহ-সভাপতি নূর আলম।
নাটকটি রচনা করেছেন জাহিদুল হীরা এবং নির্দেশনা দিয়েছেন সারেং থিয়েটারের সচিব প্রধান নিজাম মল্লিক নিজু। নাট্য প্রদর্শনীতে সহযোগিতা প্রদান করেন ময়মনসিংহ জেলা কালচারাল অফিসার আরজু পারভেজ।
নাটকটিতে অভিনয় করেন সারেং থিয়েটারের নিজস্ব শিল্পী মিথুন আব্দুল হান্নান, আমীর হোসেন, প্রিয়াংকা, সঞ্চিতা চৌধুরী, আকাশ মোহন পন্ডিত, সুস্মিতা চৌধুরী, আব্দুর রহমান,মাহাবুব হোসেন নয়নসহ অন্যান্য শিল্পীবৃন্দ। তিনটি মঞ্চায়নের সময় ব্যপক দর্শকের সমাগম ঘটে।