নালিতাবাড়ী প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের শেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে এ কমিটি গঠন করা হয়।

কবি বিল্লাল মাহমুদের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কাঙাল শাহীন ও সাধারণ সম্পাদক রিয়্যাল আব্দুল্লাহ, কবি কামরুল হাসান রিয়েল।

ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের শেরপুর জেলা শাখার নতুন কমিটিতে মুনীরুজ্জামানকে সভাপতি, বিশিষ্ট কবি ও ছড়াকার শহীদুল ইসলাম ফকিরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও ১১ সদস্যবিশিষ্ট ২ বছর মেয়াদী জেলা কমিটিতে অন্যান্যরা হলেন সহসভাপতি ছড়াকার মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছড়াকার আশরাফ আলী চারু, অর্থ সম্পাদক সাংবাদিক এএম ফিরোজ, দপ্তর সম্পাদক শিক্ষক অরুপ দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মুজাহিদ আমিন, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক কবি ও সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, তথ্য ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক সম্পাদক কবি আজাদ সরকার, নির্বাহী সদস্য আওয়াল হোসেন টুটুল ও কবি শামসুল হক শামীম।

ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ শেরপুর জেলা শাখায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনে, জোবেদা খাতুন, এমএ হাকাম হীরা, জাহিদুল ইসলাম জাহিদ, জয়জিৎ দত্ত শ্যামল, মোফাজ্জল হোসেনসহ ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়।