মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন খালিয়াজুড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ এই ফলাফল ঘোষণা করেন। সাজ্জাদুল হাসানের নিকটতম প্রতিদ্ব›দ্ধী অ্যাডভোকেট লিয়াকত আলী খান জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকে ৫ হাজার ৭শ ১৯ ভোট পেয়েছেন।

এছাড়াও এই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান মশাল প্রতীকে ৬৪৩ ভোট পেয়েছেন, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সোনালী আঁশ প্রতীকে আল মামুন পেয়েছেন ১৭১৫ ভোট। এই আসনে মোট ভোটার ৩, ৪৯, ৬৬৬ জন। পুরুষ ভোটার ১,৭৬,৬৮৯ জন, নারী ভোটার ১,৭২, ৯৬৫ জন, হিজড়া ভোটার ১২ জন। সাজ্জাদুল হাসান গত উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে দুবার এমপি নির্বাচিত হয়েছেন।