নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে ও ভোজ্যতেল হিসবে সরিষা তেলকে জনপ্রিয় করার লক্ষ্যে এবং সুলভমূল্যে ভোক্তাদের মাঝে সহজলভ্য করার জন্য বিশেষ সভা এবং সুলভমূল্যে ভোক্তাদের মাঝে খাটিঁ সরিষা তেল বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষ মেঘমালায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে ওই সভা অনুষ্ঠিত হয় এবং সুলভমূল্যে ভোক্তাদের মাঝে সরিষা তেল বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডা. মোঃ আবু সাঈম, কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার হোসেন, মওদুদ আহমেদ, উদ্যোক্তা মোস্তফা কামালসহ বিভিন্ন পর্যায়ের ভোক্তাগণ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, অতীতের তুলনায় এখন অনেক বেশী সরিষা চাষ হচ্ছে। ভোজ্যতেল হিসেবে সরিষা তেলকে ভোক্তাদের কাছে জনপ্রিয় করার জন্য যৌথ উদ্যোগে খাটিঁ সরিষার তেল সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরিষা তেল যদি ভোক্তারা গ্রহণ করে তাহলে আমাদের সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। সর্বোপরি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও জানান, দুই লিটার খাটিঁ সরিষার তেল তেল ৫০০ টাকা ও ৫ লিটার খাটিঁ সরিষার তেল ১২০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উদ্যোক্তা মোস্তফা কামাল ভোক্তাদের এই তেল সরবরাহ করবে।