নালিতাবাড়ী প্রতিনিধি: জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ এই স্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর শুক্রবার বিকেলে শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
শিশুর মানসিক স্বাস্থ্যের যতœ শিরোনামে একুশে পাঠচক্রের ২৪তম আসরে শিক্ষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে পাঠচক্রে বক্তব্য রাখেন, ডা.মোহাম্মদ তানভীর ইবনে কাদের, শিক্ষক মাহমুদুল আহসান, শিক্ষক অরুপ দেবনাথ।
উপস্থাপনা করেন শিক্ষক সজল কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতিমান সাইদুল ইসলাম, শিক্ষক শান্তি সাহা।
দ্বিতীয় পর্বে কবিতার আসরে কবিতা আবৃত্তি করেন পৌষী সাহা,ইচ্ছে সাহা,সাহিদা,মালিহা,আসওয়াদ স্বরচিত কবিতা পাঠ করেন মাশুক, মিথিল সাহা, গান পরিবেশন করেন সেঁজুতি সাংস্কৃতিক একাডেমির শিক্ষক মনি গাঙ্গুলি।