নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পকালীন সরিষার জাত বিনা সরিষা ১১ এর সম্প্রসারনের লক্ষে২৬ জানুয়ারি জেলার ফুলবাড়িয়ার রাম নগরে মাঠ দিবস পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ শামীমা বেগম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুমাইয়া আহমেদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহনাজ পারভীন।
অন্যানেদের মাঝে বক্তব্য রাখেন বিনার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ফেরদৌস ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোজাম্মেল হক, মোহাইমিনুল, ও এস এম আলিম, কৃষক মিনহাজ উদ্দিন ও মফিজ উদ্দিন, উপ-সহকারী আবু রায়হান ও রেজাউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা শাহেদ।
প্রধান অতিথি বলেন বর্তমান সময়ে দেশের মধ্যে উচ্চ ফলনশীল জাতগুলোর মধ্যে বিনা সরিষা ১১ অন্যতম। যা পার হেক্টরে ১.৮ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়। কৃষকরা জানান বিনা সরিষা ১১ আবাদ করলে এর ফলন ভালো হয়, এছাড়া বছরে তিনটি ফসল করা যায়। এ বছর ফুলবাড়িয়া উপজেলা এর আবাদ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।