মেহেদী হাসান সাকিব : রাস্তায় দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ সদস্য। একজনের হাতে রজনীগন্ধা ফুল। মোটরসাইকেলের যারা আসা-যাওয়া করছেন, তাদের প্রত্যেককে গতিরোধ করা হচ্ছে। যেসব চালক হেলমেট পড়ছে ও কাগজপত্র ঠিক আছে, তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আর যাদের হেলমেট নেই, তাদের দেওয়া হচ্ছে মামলা।
বুধবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র কালিনগর বাইপাস মোড়, আড়াইআনী মোড়, গরুহাটি মোড়ে জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে থানা পুলিশের সমন্বয়ে এভাবেই দায়িত্ব পালন করে পুলিশ সদস্যরা।
পুলিশ বলছে, সচেতনতা বাড়াতে এবং সড়ক দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতির ঝুঁঁকির হাত থেকে রক্ষা করতেই তাদের এ চেষ্টা। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের অভিযানে অর্ধশতাধিক ব্যক্তি পেয়েছেন ফুলেল শুভেচ্ছা। পুলিশের কাছ থেকে এমন শুভেচ্ছা পেয়ে আনন্দে গন্তব্যে গেছেন তারা।
পুলিশের দেওয়া ফুল নিয়ে হাসি দিয়ে এক মোটরসাইকেল আরোহী বলেন, আমি তো সবসময় হেলমেট পরি এবং ভবিষ্যতেও পরবো। কারণ এতে করে আমাদেরই বেশি লাভ। দুর্ঘটনার কথা তো বলা যায় না।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, ট্রাফিক আইন মেনেই চালকদের সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ। থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। সড়ক দুর্ঘটনা রোধে রেজিষ্ট্রেশন ও হেলমেটের এই অভিযান অব্যাহত থাকবে।